Home তোমাদের কবিতা একটি পাখি কবির হোসাইন

একটি পাখি কবির হোসাইন

একটি পাখি তরুর শাখায়
ডাকতো এসে রোজ,
হয়তো আমায় বাসতো ভালো
তাইতো রাখতো খোঁজ।

নিত্য দিনই ঘুম ভাঙাতো
ডেকে মধুর সুর,
তার মধুময় সুরের তানে
হতো আমার ভোর।

হঠাৎ করে একদিন সে
আর আসে না ডালে,
কি জানি কি হলো তার
হৃদয় আমার জ্বলে।

ধরলো নাকি কেউ তারে
মারলো নাকি কেউ,
এই ভেবে হৃদয় কোণে
বইছে সাগর ঢেউ।

সেদিন হতে চুপসে গেল
আমার পাগল মন,
তার ভাবনা এই হৃদয়ে
ভাবছি সারাক্ষণ।

SHARE

Leave a Reply