কুয়াশার চাদর ভেদ করে
সোনারঙা রোদ ভাসছে
ফসলকে বুকে ধারণ করে
আমনের মাঠ হাসছে!
গ্রামের সকল ঘর
খুশিতে আত্মহারা,
পিঠা-পায়েসের ধুমে
পাড়া-গাঁও পাগলপারা।
প্রকৃতির আজ অপূর্ব সাজ,
শীতটাই যেন ঋতু মহারাজ!
কুয়াশার চাদর ভেদ করে
সোনারঙা রোদ ভাসছে
ফসলকে বুকে ধারণ করে
আমনের মাঠ হাসছে!
গ্রামের সকল ঘর
খুশিতে আত্মহারা,
পিঠা-পায়েসের ধুমে
পাড়া-গাঁও পাগলপারা।
প্রকৃতির আজ অপূর্ব সাজ,
শীতটাই যেন ঋতু মহারাজ!