একুশ আমার টগবগানো
রক্তে ভেজা গান,
একুশ আমার পদ্মা মেঘনা
ভাটিয়ালি গান।
একুশ আমার বর্ণমালা
¯্রােতের যাওয়া আসা,
একুশ আমার শিমুল পলাশ
ভাইয়ের ভালোবাসা।
একুশ আমার ভোরের পাখি
শাপলা, গোলাপ ফুল
একুশ তুমি কাটিয়ে দ্বিধা
ভাঙাও মনের ভুল।
একুশ আমার টগবগানো
রক্তে ভেজা গান,
একুশ আমার পদ্মা মেঘনা
ভাটিয়ালি গান।
একুশ আমার বর্ণমালা
¯্রােতের যাওয়া আসা,
একুশ আমার শিমুল পলাশ
ভাইয়ের ভালোবাসা।
একুশ আমার ভোরের পাখি
শাপলা, গোলাপ ফুল
একুশ তুমি কাটিয়ে দ্বিধা
ভাঙাও মনের ভুল।