Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

শরতের এক বিকালে দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু: বন্ধু চলো আমরা নীল আকাশের নিচে একটু হেঁটে আসি।
২য় বন্ধু: দেখ যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসবে।
১ম বন্ধু: তাহলে বৃষ্টি আসলে একটা পুকুর দেখে তাতে ডুব দিলে আর গায়ে বৃষ্টি পড়বে না।
তানজিনা তাজরী, ঝিকরগাছা, যশোর

টিফিন টাইমে সবাই যখন ক্লাসে গল্প করছে তখন হঠাৎ শাহিন দৌড়ে এসে-
শাহিন: সূর্য ভেঙে পড়েছে!
সবাই: বাঁচাও বাঁচাও!
শাহিন: আরে আমাদের দোস্ত সূর্য কষ্টে ভেঙে পড়েছে।
সাব্বির রহমান, চারঘাট, রাজশাহী

জন্টু ও মন্টুর মধ্যে কথোপকথন-
জন্টু: কি রে মন্টু কাল নাকি তোর পরীক্ষা?
মন্টু: হ্যাঁ, ভাই।
জন্টু: তো, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে?
মন্টু: হ্যাঁ ভালোই। নতুন ফাইল, বোর্ড, কলম, পেন্সিল ইত্যাদি সবই কেনা শেষ শুধু একটা স্কেল কিনলেই পরীক্ষার প্রস্তুতি শেষ হয়ে যাবে।
জাহিদুল ইসলাম ওমর, রায়পুর, লক্ষ্মীপুর

মামা ও ভাগ্নের মধ্যে কথা হচ্ছে-
মামা: আচ্ছা বলতো ভাগ্নে একটি রুটি আর একটা পিজ্জা ৬তলা থেকে ফেলে দিলে কোনটা আগে পড়বে?
ভাগ্নে: যেটা আগে ফেলবে।
মামা: না, পিজ্জা আগে পড়বে।
ভাগ্নে: কীভাবে?
মামা: কারণ এটা তো ফাস্ট ফুড।
আফরোজা সিকদার রাহী, ষাইটমারা, মহেশখালী, কক্সবাজার

এক লোক ছুটতে ছুটতে ডাক্তারের কাছে এলো-
লোক: ডাক্তার সাহেব আমার ছেলেটা পানির বদলে পেট্রল খেয়ে ফেলেছে।
ডাক্তার: সে এখন কোথায়?
লোক: মাঠে দৌড়াচ্ছে।
ডাক্তার: চিন্তা করবেন না। পেটের পেট্রোল ফুরিয়ে গেলেই, নিজ থেকেই থেমে যাবে।
আবরার ইবনু হোসাইন, সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু: বলতো বাংলাদেশের ওজন কত?
২য় বন্ধু: একদম সহজ, ৮৭.৩৭২ কেজি।
১ম বন্ধু: কীভাবে বুঝলি?
২য় বন্ধু: যদি ১০০০ গ্রামে ১ কেজি হয়। তাহলে ৮৭৩৭২ গ্রামে ৮৭.৩৭২ কেজি হয়।
সাইফুল ইসলাম, নোয়ারবিলা, লোহাগাড়া, চট্টগ্রাম

SHARE

Leave a Reply