Home ছড়া-কবিতা জন্মভূমির টান -শাহীন সৈকত

জন্মভূমির টান -শাহীন সৈকত

আকাশ ভরা তারার মেলা
সাগর জলের ঢেউ
এমন ভালোবাসার নদী
আমায় দেবে কেউ?

বন-বানানী সবুজ পাহাড়
টিলা সারি সারি
লাল মাটির এই পথই আমার
মনটা যে নেয় কাড়ি।

সকাল হলেই লাঙল-জোয়াল
শিশির ভেজা পায়
কৃষক তখন গরু নিয়ে
মাঠের দিকে যায়।

চাঁদের আলো জোছনা বিলায়
বিলের বুকে রোজ
এমন দেশের কথা তোমরা
কেউ কি রাখো খোঁজ?

সে যে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ
এই মাটিকেই ভালোবেসে
সুখে আছি বেশ।

SHARE

Leave a Reply