লাভ কি হলো বায়ান্নতে
মাতৃভাষার অর্জনে?
ছুটছে ওরা আনন্দেতে
বাঙ্গালিত্ব বর্জনে।
বিদেশীদের কৃষ্টি নিয়ে
হচ্ছে ওরা গর্বিত,
বাঙ্গালিত্বের রূপ দেখাতে
হয় যে ওরা লজ্জিত।
মাকে ওরা ‘মাম্মি’ ডাকে
‘ড্যাডি’ ডাকে পিতাকে,
চাচি ফুপি খালাÑ‘আন্টি’
‘আঙ্কেল’Ñ খালু চাচাকে।
বায়ান্নকে ভুলে এমন
ব্যাপার যদি ঘটে যায়,
জাতির জন্য দুর্ভাবনার
বিষয় এটা বটে হায়!