ধানের ক্ষেতে রাখছি মাথা
ধানের চালে আয়ু
মাথার উপর তাই সারাদিন
বইছে দেশী বায়ু।
ধানের শীষে স্বপ্ন দেখি
ধানের মাঠই প্রাণ
ভাতের থালা বক্ষে নিয়ে
শুনাই তারই গান।
ধানের শত্রু প্রাণের শত্রু
শত্রু লালনের
শত্রু সকল শান্তি এবং
জীবনযাপনের।
তাই প্রণয়ের সকল ক্ষেতে
ধানের চারা লাগাই
ধানের মাঠে দাঁড়িয়ে চাষি
প্রবল হয়ে যাই।
ধানই প্রাণ প্রাণই ধান
আর বিকল্প নাই
ধানের ঘ্রাণে পেরিয়ে যাবো
চড়াই ও উতরাই।