Home তোমাদের কবিতা হিম ওয়ালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ

হিম ওয়ালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ

রোজ সকালে-দুপুরবেলা
কৃষক কাটে ধান
পাখপাখালির সুরে ওঠে
হাড়কাঁপুনি গান।

দুই ধারে দুই গাছের সারি
রসে ভরা হাঁড়ি
দাদীর হাতের ভাপা-পুলি
থাকবে নাকো তারি।

মিঞা পাড়ার দস্যি ছেলে
করবে নাকো খেলা
দুধ চিতইয়ের থালা নিয়ে
দেখতে যাবে মেলা।

ফজর নামাজ পড়তে গেলে
আসবে বুঝি ঝিম
শীতল বাতাস লাগলে গায়ে
রক্ত হবে হিম।

SHARE

Leave a Reply