Home ছড়া-কবিতা ফজর -ফেরদৌস জামান ফজর -ফেরদৌস জামান January, 2022 ফজর মানে মুমিনের দিন শুরু সজীব, শ্যামল হাওয়া, ফজর মানে মুয়াজ্জিনের ডাকে মসজিদে যাওয়া। ফজর মানে রহমত বরকত আল্লাহর কাছে আসা, ফজর মানে মসজিদ পানে ছাড়তে হবে বাসা। ফজর মানে অন্ধকারেই আবছা আবছা আলো, ফজর মানে দিনের শুরু অনেক অনেক ভালো।