ঘুরছে না আর ফ্যানের পাখা
প্রকৃতিতে শিশির ঢাকা
টাপুর টুপুর গীত,
সূর্যমামার ক্লান্ত শরীর
মধুমতির শান্ত সলিল
চলছে এখন শীত।
উঠান জুড়ে ধানের গাদি
শুকনো কাশি দিচ্ছে দাদি
দুচোখে নেই ঘুম,
ঝরা পাতা গাছের তলে
হিঙে গাছে হিঙের ফলে
বাজে ঝুমুর ঝুম।
বায়ু বহে ঠাণ্ডা শীতল
কাঁপন ধরা ইতল বিতল
খেজুর গাছে ভাঁড়,
গুড় পাটালি রসিক রসে
সকাল বেলা পরান ধসে
কেঁপে ওঠে হাড়।