শীতের বাতাস হিমেল বাতাস
জন্ম বুঝি ভিন দেশে
শীতের বাতাস ছড়িয়ে গেছে
বাংলা থেকে চীন দেশে।
সকাল বেলায় যায় না ঘোরা
লেপ তোশক আর কাঁথায়-
সারা শরীর মুড়িয়ে রাখি;
শিশির পড়ে পাতায়।
আগের মতো শরীর চর্চা
হয় না দেখি মাঠ জুড়ে
ব্যায়াম বীরেরা ভয় পেয়ে
শুয়ে থাকে খাট জুড়ে।
দস্যুরা সব গেল কোথা?
পাইনা দেখা ওদের?
মনটা বলে খেলার মাঠে
দেখবো কখন রোদের।