Home কুরআন ও হাদিসের আলো হাদীসের আলো হাদিসের আলো

হাদিসের আলো

নিয়তের নিয়তি

নতুন বছর, নতুন আলো। নতুন নতুন ভাবনায় পথচলা শুরু হয় সকলের। ছাত্র-ছাত্রীরা তো নতুন বইয়ের গন্ধে বিভোর হয়ে হারিয়ে যায় স্বপ্নের দেশে। সবুজ আগামীর হাতছানিতে তারা ছুটে যেতে যায় দূর বহুদূর। এবারের নতুন বছরে ইহসানের খুশিটা যেন অন্য সবার চেয়ে একটু বেশি। তাদের স্কুলে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ।
ইহসান বাবাকে বলল, বাবা! স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সবাই মসজিদের কাজে অর্থ প্রদান করছে। আমাদেরও করতে হবে। তবে সেটা হতে হবে অন্য সবার চেয়ে অনেক বেশি। যাতে স্কুলে আমাদের মুখ উজ্জ্বল হয়! বাবা কিছু সময় চুপ করে থাকলেন। তারপর বললেন, তাহলে হাদিসের কথা শোনো-
কিয়ামতের দিন প্রথম তার ওপর ফয়সালা করা হবে, যে শহীদ হয়েছিল। তাকে আনা হবে, তাকে তার নিয়ামতরাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তুমি এতে কী আমল করেছ? সে বলবে, আপনার জন্য জিহাদ করেছি। এমনকি শহীদ হয়েছি। তিনি বলবেন, মিথ্যা বলেছ। তবে তুমি এ জন্য জিহাদ করেছ যেন তোমাকে বীর বলা হয়। তা তো বলাই হয়েছে। অতঃপর তাকে চেহারার ওপর ভর করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
যে ইলম শিখেছে, শিক্ষা দিয়েছে ও কুরআন তিলাওয়াত করেছে, তাকে আনা হবে। অতঃপর তাকে তার নিয়ামতরাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তুমি এতে কী আমল করেছ? সে বলবে, আমি ইলম শিখেছি, শিক্ষা দিয়েছি ও আপনার জন্য কুরআন তিলাওয়াত করেছি। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি ইলম শিক্ষা করেছ যেন তোমাকে আলেম বলা হয়, কুরআন তিলাওয়াত করেছ যেন কারি বলা হয়, তা তো বলাই হয়েছে। অতঃপর তাকে চেহারার ওপর ভর করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আরও এক ব্যক্তি যাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন ও সকল প্রকার সম্পদ দান করেছেন, তাকে আনা হবে। তাকে তার নিয়ামতরাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তুমি এতে কী আমল করেছ? সে বলবে, এমন খাত নেই, যেখানে খরচ করা আপনি পছন্দ করেন, আমি তাতে আপনার জন্য খরচ করিনি। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি করেছ যেন তোমাকে দানশীল বলা হয়, তা তো বলাই হয়েছে। অতঃপর তাকে চেহারার ওপর ভর করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম, নাসায়ী)।
ইহসান বলল, বাবা বুঝতে পেরেছি। নিয়ত পরিবর্তন করলে তো আর অসুবিধা নেই। আমাদের মুখ আল্লাহর কাছেই উজ্জ্বল হোক। আমরা গোপনেই দেব, তবে একটু বেশিই!
বাবা হেসে বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ।
বিলাল হোসাইন নূরী

SHARE

Leave a Reply