Home ছড়া-কবিতা কবিতা মক্তব -হাফিজুল পান্না মক্তব -হাফিজুল পান্না December, 2021 প্রভাত হলো ডাকছে পাখি সোনামণি ওঠো, সূয্যিমামা জাগার আগে মক্তবেতে ছোটো। মক্তবে যাও, আরবি শিখে আল্লাহ রাসূল চেনো, সাচ্চা ঈমান অন্বেষণে ব্যাকুল থাকো যেনো। পিতা মাতা গুরুজনকে মানতে হবে কতো, মক্তবেই শিখবে তুমি নিয়ম নীতি শত।