বিজয় তুমি পুব আকাশে
রক্তমাখা রবি,
লাল সবুজের মিলনমেলা
প্রাণজুড়ানো ছবি!
বিজয় তুমি ভোরের পাখি
পদ্মফুলের হাসি,
রাখাল ছেলের হৃদয়কাড়া
মোহনসুরের বাঁশি।
বিজয় তুমি নীলাকাশে
মুক্ত পাখির ডানা,
সবুজ শ্যামল বাংলামায়ের
কোমল আঁচলখানা।
বিজয় তুমি মুক্তিসেনার
স্ব^প্ন-ঢলের বন্যা,
নূপুর পায়ে ছুটে চলা
চঞ্চলা এক কন্যা।
বিজয় তুমি মুক্ত স্বাধীন
শিল্পী কবির ভাষা,
মহৎ কাজে দেশটা গড়ার
স্ব^প্নরঙিন আশা।