যতটা কঠিন ধরে রাখা
মূল ঈমানের তাজ
হাতের তালুয় আগুন রাখা
সহজ অতি আজ।
মনকে যদি নিয়োগ করো
এক আল্লাহর জন্য
তবেই তুমি রক্ষা পাবে
জীবন হবে ধন্য।
প্রতি কদম চলো যদি
যিকির নিয়ে সাথে
আল্লাহ সহায় হবেন তবে
রহম হবে তাতে।
আখের পেতে সাবধানেতে
পথটি চলো আজ
অন্ধকারেও অটুট রাখো
ঈমানেরই তাজ।