Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

উছাবিন হোসেন রবিন, বাঘা, রাজশাহী
রহস্যভেদ বিভাগটি পুনরায় চালু করা যায় কি?
– দেখা যাক ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।

শাওন সরকার সাজিদ
ধাপ সাতগাড়া কামিল মাদ্রাসা
কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো প্রশ্নের উত্তর জানার জন্য ডাকে অথবা ই-মেইল এ পাঠাতে হয়। এতে উত্তর জানতে অনেক দেরি হয়ে যায়। এর চেয়ে কিশোরকণ্ঠ অফিস কর্তৃক একটি মোবাইল নম্বর দিয়ে দিলে উত্তরগুলো সঙ্গে সঙ্গে জেনে নেওয়া যেত। এতে আমরা সকল পাঠক উপকৃত হতাম।
– এটা খুব সহজ বিষয় নয় ভাইয়া। অনেক ধন্যবাদ।

আবদুল ওহাব বাবুল, হাতিয়া, নোয়াখালী
নবীন লেখক বন্ধুদেরকে নিয়ে যদি ত্রৈমাসিক অথবা ষাণ¥াসিক অনলাইন লেখক কর্মশালা করা যায়, তাহলে লেখক বন্ধুরা লেখালেখি সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। এতে প্রতিভা বিকাশের বিশেষ সুযোগ হবে।
– সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

এম এস ফাহাদ, পালের হাট, লক্ষ্মীপুর
কিশোরকণ্ঠের প্রতি সংখ্যায় ৫টি করে সাধারণ জ্ঞান দিলে ভালো হয়।
– বলতে পারো বিভাগটি তো আছে। সেখানেও শেখার মতো, সাধারণ জ্ঞান অর্জন করার মতো অনেক কিছু আছে।
এম আবদুর রহিম, বাঁশখালী, চট্টগ্রাম
এক চিঠিতে কয়টি লেখা পাঠানো যাবে?
– কবিতা হলে ৪-৫টি পাঠাতে পারো।
ডাক বিভাগের মাধ্যমে লেখা পাঠালে তা অন্তত কয় মাসের মধ্যে প্রকাশ করা হবে?
– লেখা আমাদের হাতে আসার পর অন্তত তিন মাস।

নাহিদ হাসান, চারঘাট, রাজশাহী
কিশোরকণ্ঠ প্রকাশনা সামগ্রী কীভাবে পাব?
– আশপাশের যে বন্ধুর কাছ থেকে পত্রিকা সংগ্রহ করো, তাকে বলতে পারো।

মোহাম্মদ নাইমুল ইসলাম
বশিকপুর, সদর, লক্ষ¥ীপুর
আমার দুইটি ইংরেজি কবিতা আছে, তা কি কিশোরকণ্ঠে পাঠালে ছাপা হবে?
– না, কিশোরকণ্ঠে বাংলায় কবিতা লিখে পাঠাতে হবে।

শাকিল আহমদ, কানাইঘাট, সিলেট
বলতে পারো বিভাগের বিজয়ীদের পুরস্কার কি প্রতি মাসে দেওয়া হয়?
– সেটাইতো নিয়ম।

মাসুম বিল্লাহ, শান্তিবাগ, ভায়না, মাগুরা
কিশোরকণ্ঠে ‘ছবি দেখে গল্প লিখি’ নামে একটি বিভাগ চালু করলে ভালো হয়।
– আগে তো এটা ছিল। কিন্তু এখন আরও অনেক নতুন নতুন বিভাগ চালু করা হয়েছে বিধায় এই মুহূর্তে এ বিভাগটি চালু করা যাচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত। পরে চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ।

SHARE

Leave a Reply