এ দেশটা আমাদের মায়ের মতন
চারিদিকে ছড়ানো মানিক রতন
রূপে অপরূপ তার সবুজের হাসি
অবাক তাকিয়ে রয় পৃথিবীবাসী।
এ দেশটা আমাদের সবচে আপন
একসাথে মিলেমিশে জীবন যাপন।
নেই কোনো ভেদাভেদ মানুষের মাঝে
সৌহার্দ সম্প্রীতি সব ভালো কাজে।
রক্তের দামে কেনা এ দেশের মাটি
শ্যামল কোমল যেন শীতল পাটি
ফসলের মাঠ জুড়ে কৃষকের হাসি
এ দেশকে আমরা বড়ো ভালোবাসি।