Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। তাহলেই বেশি খুশি হবো।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া।

ডিসেম্বর মাসের ছড়া ২০২১
“ফের মিছিলে জাগবে সাড়া
জাগলে তুমি জাগবে দেশ
শত মিছিল সামনে আছে
এক একুশে নয়তো শেষ!”

সেপ্টেম্বর ২০২১ মাসের ছড়া
“বছর যায় বছর আসে
স্রোত ধারার মতো
সকল স্বপ্ন হয় না পূরণ
বাকি থাকে কতো”

চাইলে তো আর যায় না সদা
খেয়াল মতো চলা
ইচ্ছে হলেই যায় না তো আর
মনগড়া সব বলা।

ইচ্ছে থাকে অনেক কিছু
যায় না করা সব
করতে পারি ঐটুকু‌ই
যা চেয়েছেন রব।

মোহাম্মদ হাসান
চরগনেশ, সোনাগাজী, ফেনী

আরও যাদের লেখা
ভালো হয়েছে-

আল আমিন হোসেন, উলিপুর, কুড়িগ্রাম; মোহাম্মদ ফারুক, কর্ণফুলী, চট্টগ্রাম; নুসরাত আজাদ সুরাইয়া, কক্সবাজার সদর; মাঈন উদ্দীন হাসান রিয়াদ, লোহাগাড়া, চট্টগ্রাম; আবছার উদ্দীন বাবলু, লোহাগাড়া, চট্টগ্রাম; মুহাম্মাদ জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর, জামালপুর; এইচ.এম রাগিবুল ইসলাম কুতুবি, ডবলমুরিং, চট্টগ্রাম; ফিরোজ বিন রেজাউল, ঝিকরগাছা, যশোর; রিহান হুসাইন, মনিরামপুর, যশোর; নাঈমা ফেরদাউস, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; মোজাহিদুর রহমান, শাজাহানপুর, বগুড়া; আ জ ম জিহান, লোহাগাড়া, চট্টগ্রাম; মাঈন উদ্দীন মাহমুদ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; ইয়াছিন আরাফাত, ডিমলা, নীলফামারী; উছাবিন হোসেন, বাঘা, রাদিয়াত ইসলাম, দেবীগঞ্জ, পঞ্চগড়।

SHARE

Leave a Reply