Home ছড়া-কবিতা বাংলাদেশ -রেদওয়ানুল হক

বাংলাদেশ -রেদওয়ানুল হক

চোখে বাংলাদেশ আমার
মুখে বাংলাদেশ
সুখে বাংলাদেশ আমার
দুঃখে বাংলাদেশ।

বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ॥

ধানে বাংলাদেশ আমার
গানে বাংলাদেশ
জানে বাংলাদেশ আমার
মানে বাংলাদেশ।

বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ॥

ফুলে বাংলাদেশ আমার
ফলে বাংলাদেশ
নদী বাংলাদেশ আমার
জলে বাংলাদেশ।

বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ॥

পাখি বাংলাদেশ আমার
পাখা বাংলাদেশ
ঝিরিঝিরি চিরিচিরি
শাখা বাংলাদেশ।

বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ॥

লালে বাংলাদেশ আমার
নীলে বাংলাদেশ
দিবা-নিশি সারাক্ষণ
দিলে বাংলাদেশ।

বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ॥

SHARE

Leave a Reply