স্বপ্নসকাল স্বপ্নসুধা
স্ব^প্নমাখা মন
স্ব^প্নমাঝে স্বপ্ন খুঁজে
ফিরি সারাক্ষণ।
স্ব^প্ন দেখি কলির ভেতর
বিকাশ ফুলের ঘ্রাণ
কৃষ্ণকালো রাতেও দেখি
ভোরের কলতান।
রাতের পীঠে চাবুক কষে
ডাকতে থাকি ভোর
আলোর সাথে ভালোর পথে
খুলেই রাখি দোর।
সুখের বসত বুকের ভেতর
কষ্ট ফেলি ছুড়ে
ইতিবাচক স্বপ্নমাখি
নেতিবাচক দূরে।
কবি আমি মনে প্রাণে
মুক্তিকামী স্বপ্নডাকা পাখি
মানবতার শান্তি পরশ
বুকের ভেতর করছে মাখামাখি।