হাসির চেয়ে এত মধুর হয় না কিছু মিষ্টি
হাসিমুখে বললে কথা সুখের অনাসৃষ্টি।
হাসির রোদে ঝিলিক মারে তব রূপের ছটা
দেখে সবার দূর হয়ে যায় রাগের ঘনঘটা।
হাসি দিয়ে জয় করা যায় শত্রুর ভালোবাসা,
গোমড়ামুখে মিষ্টি কথাও বড়ই সর্বনাশা।
হাসির জলে দুঃখ ভেসে যায় চলে যায় দূরে
মনের শোকটা হালকা হয়ে লাগে যে ফুরফুরে।
সকল কিছুর চেয়ে দামি মুখের একটু হাসি,
তাইতো সবার মুখের হাসি বড্ড ভালোবাসি।