Home ছড়া-কবিতা বাংলাদেশের ছবি -মঞ্জুর মোর্শেদ রুমন

বাংলাদেশের ছবি -মঞ্জুর মোর্শেদ রুমন

রংতুলি নিয়ে খুকু
আঁকলো পুকুর ঘাট,
পুকুর পাড়ে গাছ আঁকলো
আঁকলো সবুজ মাঠ।

সবুজ মাঠের বুক চিরে
আঁকলো খুকু নদী,
এঁকে বেঁকে চলছে আরও
ছুটছে নিরবধি।

মাঠের পাশে আঁকলো খুকু
কাশফুলের ঐ বন,
বনের পরের ঘর-বাড়ি আর
আঁকলো মানুষ জন।

সবার শেষে ছোট্ট খুকু
আঁকলো পুবের রবি,
এসব কিছু মিলে হলো
বাংলাদেশের ছবি।

SHARE

Leave a Reply