মুন্সীগঞ্জ কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে একটি পাঠক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক আশিকুর রহমান আমিনী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী পৃষ্ঠপোষক ইমরান হোসাইন। মুন্সীগঞ্জ কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রধান পরিচালক সরোয়ার আলমের সঞ্চালনায় শিশু-কিশোরদের উদ্দেশে বক্তারা বলেন, ‘বর্তমান পৃথিবী জ্ঞানের পৃথিবী। কিশোরকণ্ঠ সেই জ্ঞানের পিপাসা মিটিয়ে আসছে যুগ যুগ ধরে। এর মানসম্মত পরিবেশনা কিশোরদের চরিত্র গঠনের দিশারি হওয়ায় সর্বমহলে তৈরি হয়েছে কিশোরকণ্ঠের গ্রহণযোগ্যতা। কিশোরকণ্ঠ এখন হাজারো পাঠকের প্রাণের ঠিকানা।’
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম চুয়াডাঙ্গা জেলার জি এ থানার উদ্যোগে কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জি এ থানার সহকারী পরিচালক মতিউর রহমান স্বাধীনের পরিচালনা এবং জি এ থানার পরিচালক হাসানুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম চুয়াডাঙ্গা জেলার পরিচালক হুমায়ুন কবীর (শান্ত) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক হাফেজ মহাসিন আলী। অনুষ্ঠানে অতিথিবৃন্দের আলোচনা শেষে কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।