কেমন হবে পথের ধারে
নদীর তীরে পুকুর পাড়ে
বাড়ির পাশে চতুর্দিকে
রোপণ করি গাছ,
এবং যদি সবাই মিলে
পুকুর-নদী হাওর- বিলে
মুক্ত সেবায় উদার মনে
ছাড়ি পোনা মাছ।
কেমন হবে নতুন ধারায়
পাখ-পাখালির সুরের পাড়ায়
গড়ি সবুজ দেশ?
ফুল ফসলে আসবে ফিরে
সুখের পরিবেশ।