Home নিয়মিত ইংরেজি শেখা সত্যিই সহজ নাঈম হোসাইন

ইংরেজি শেখা সত্যিই সহজ নাঈম হোসাইন

ইংরেজি ভাষা শেখার জন্য আমরা অনেকেই অনেক পদ্ধতি Follow করছি। কিন্তু কোন পদ্ধতি অনুসরণ করলে তা ইফেক্টিভ হবে সেটা নিয়ে চিন্তা করা এখন সময়ের দাবি। কারণ এখন সময় খুব দ্রুত বদলাচ্ছে। ভাষাগত যোগ্যতার চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। তাই সময় এসেছে সময়কে কত বেশি productively ব্যবহার করে ইংরেজি ভাষায় দক্ষ হওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। আর তারই অংশ হিসেবে আজকের এই সেশনে ইংরেজি Vocabulary কীভাবে স্বল্প সময়ে effectively শেখা যায় তা নিয়ে আলোচনা করব।
English Words শেখার সবচেয়ে কার্যকর Step হলো ইংরেজি শব্দের বাংলা অর্থ মুখস্থ না করা। ভয় পেয়ে গেলে! আশ্চর্য হচ্ছো? আশ্চর্য হওয়ার কিছু নেই। ভাষা শেখার এটিই নিয়ম।
তুমি যখন বাংলা ভাষা শিখেছো তখন কি বাংলা শব্দের অর্থ মুখস্থ করে শিখেছো? না, কখনো না। বরং বাংলা শব্দগুলো শুনেছো, দেখেছো ও সেটা ব্যবহার করেছো। শুধুমাত্র এই Simple একটা Step Follow করেই তুমি বাংলা ভাষায় হয়ে উঠেছো Fluent আর অসাধারণ। তাহলে English Language-এর ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন? চলো না আজ থেকে English Language-ও বাংলা ভাষার মতো Naturally শিখি। অর্থাৎ এখন থেকে ইংরেজি শব্দের অর্থ নয় বরং এর ব্যবহার শিখবো।
তুমি কি জানো ইংরেজিতে প্রতিটি শব্দের অনেকগুলো অর্থ ও ব্যবহার রয়েছে। যেমন- যধাব শব্দের প্রায় ৩৩৭ রকম ব্যবহার রয়েছে, have শব্দের ১৮৭ রকমের এবং মবঃ শব্দের ৪৮৭ ধরনের ব্যবহার রয়েছে। এরকম প্রতিটি শব্দের অনেক অনেক ব্যবহার রয়েছে। আমরা প্রতিটি শব্দের ব্যবহার নিয়ে বেশ কয়েকটি সিরিজ পর্যায়ক্রমে প্রকাশ করবো যা তোমাকে শব্দের অর্থ মুখস্থ না করে ব্যবহারের মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে একটি মাইলফলক হিসাবে কাজ করবে।

চলো শুরু করা যাক have শব্দ দিয়ে-
Have Lunch- দুপুরের খাবার খাওয়া
Have Dinner- রাতের খাবার খাওয়া
Have Breakfast- সকালের নাশতা করা
Have Rice/Ice-Cream- ভাত/আইস্ক্রিম খাওয়া
Have A meeting- সভা করা
Have A Party- পার্টি করা
Have A competition- প্রতিযোগিতা করা
Have A game of football- ফুটবল খেলা
Have A lesson- লেসন/পাঠ পড়া
Have Homework- বাড়ির কাজ করা
Have An appointment with the doctor- ডাক্তারের সাথে সাক্ষাৎ করা
Have A look- কোন কিছু দেখা
Have Tea/coffee- চা/কফি খাওয়া
Have A drink- কোন কিছু পান করা
Have A sandwich- স্যান্ডউইচ খাওয়া
Have A word- কথা বলা
Have A shower- গোসল করা
Have A bath- গোসল করা
Have A swim- সাঁতার কাটা
Have A good time- ভালো সময় কাটানো
Have A good journey- ভালো ভ্রমণ হোক
Have A good future- ভালো/সুন্দর ভবিষ্যৎ হোক
Have A good career- ভালো ক্যারিয়ার হোক

এবার চলো আমরা ওপরের শব্দগুলো ব্যবহার করে বাক্য গঠন করি-
আমি চা/কফি/আইস্ক্রিম/ভাত খাই- ও I have tea/coffee/ice-cream/rice.
আমি আমার বাড়ির কাজ সময়মত করি- I have my homework on time.
আমি ফুটবল/ক্রিকেট খেলি- I have a game of football/cricket.
আমি তোমার সাথে কথা বলতে চাই- I want to have a word with you.

পরামর্শ :
১. তোমরা আজ যধাব শব্দটি শিখতে গিয়ে ৩০টিরও বেশি শব্দ শিখেছ অর্থাৎ যধাব শব্দের ৩০ ধরনের ব্যবহার শিখেছ। সুতরাং এখন থেকে তোমাদের প্রতিদিনের কাজ হবে কোনো একটি শব্দের একটি বাংলা অর্থ মুখস্থ না করে সেটির বিভিন্ন ব্যবহার শেখা- অন্তত পাঁচটি। কারণ প্রতিটি শব্দের অনেক ব্যবহার থাকে যা না জানার কারণে আমরা কোনো একটি আর্টিকেল পড়ে সঠিকভাবে বুঝতে পারি না, আবার নিজের অনুভূতিও প্রকাশ করতে পারি না।
২. যে শব্দটি শিখবে সেটি দিয়ে বাক্য তৈরি করবে- অন্তত ১০টি।

SHARE

Leave a Reply