সবুজ ছায়া অঙ্গ তাহার
নানান ফুলের নানার বাহার
দেখতে লাগে বেশ
আঁকা বাঁকা নদীর পথও
অবাক করে দেখি যতো
এই আমাদের দেশ।
শাপলা শালুক পদ্ম ফোটে
সাঁঝ সকলে ভোমর ছোটে
মিষ্টি মধুর ঘ্রাণ
দেখি চেয়ে পাতার ফাঁকে
রসে ভরা কাঁঠাল পাকে
আকুল করে প্রাণ।
মিষ্টি সুরে কোকিল ডাকে
রাখাল ছেলে চেয়ে থাকে
শিশির ভেজা পায়
নদীর চরে বকের খেলা
নিঝুম রাতে তারার মেলা
এই আমাদের গাঁয়।