Home ছড়া-কবিতা মন যদি চায় -তোফাজ্জেল হোসেন

মন যদি চায় -তোফাজ্জেল হোসেন

মন যদি চায় যাবো আমি
নীল আকাশের দেশে,
সাদা-কালো মেঘের সাথে
উড়বো ভেসে ভেসে।

সময় পেলে উঠবো আমি
বাঁকা চাঁদের নায়ে,
স্নিগ্ধ তার আলোর ছটা
মাখবো আমার গায়ে।

চাঁদের বুড়ি বললে কিছু
পাবো না যে ভয়,
স্বল্প কথায় বলবো তারে
আমার পরিচয়।

পরীর দেখা পেলে আমি
মেঘলা দীঘির ঘাটে,
ওদের সাথে ঘুরবো আমি
আকাশ জোড়া মাঠে।

মন যদি চায় আসবো ফিরে
হবে যখন ভোর,
দেখবো মা যে দাঁড়িয়ে আছে
খুলে ঘরের দোর।

SHARE

Leave a Reply