মাঠের বুকে সোনালি ধান
সোনা রঙে হাসে
খুশির ঝিলিক চাষির মুখে
মন নাচে উল্লাসে।
অনেক রকম স্বপ্ন যে তার
বুকে লালন করে
কাটবে ফসল ভরবে গোলা
আর কটা দিন পরে।
মনের ভেতর সুখের দোলা
গাইছে খুশির গান
ঘরে ঘরে পিঠেপুলি
আনন্দেরই বান।
চারদিকে আজ যায় ছড়িয়ে
পাকা ধানের ঘ্রাণ
ঢ্যামকুরকুর ঢেঁকির তালে
উঠছে নেচে প্রাণ।
শিশির ভেজা ঘাসের বুকে
হাতছানিতে ডাকে
দেখে দেখেই মনটা ভরে
প্রিয় বাংলা মাকে।