Home ছড়া-কবিতা ছুটে চলে রেলগাড়ি -চিত্তরঞ্জন সাহা চিতু

ছুটে চলে রেলগাড়ি -চিত্তরঞ্জন সাহা চিতু

রেলগাড়ি রেলগাড়ি চলে ঝিক ঝিক,
বুক ভরা লোক নিয়ে চলে ঠিক ঠিক।
থামে আর ছুটে চলে এই রেলগাড়ি,
সবুজের গাছগুলো ছোটে সারি সারি।

মেঘখানা তাও ছোটে ভারি মজা লাগে,
রেলগাড়ি ছোটে সব্বার আগে আগে।
হকারের দলগুলো জোরে হাঁক ছাড়ে,
রকমারি জিনিসের মনটাকে কারে।

ছুটে ছুটে রেলগাড়ি ঠিক থেমে যায়,
অবশেষে রেলগাড়ি ছুটি বুঝি পায়।

SHARE

Leave a Reply