Home ছড়া-কবিতা অগ্রহায়ণ -আশরাফ আল দীন

অগ্রহায়ণ -আশরাফ আল দীন

অগ্রাণেরই ঘ্রাণ,
মাঠে কাটা ধান;
পিঠা-পুলির সুবাস ভেবে
প্রাণ করে আনচান।

ফসল কাটার গান,
খুশির উপাদান;
কিষাণগুলো কোমর দোলায়
মাথায় তুলে ধান।

বা’কাট্টা সব ঘুড়ি,
করছে উড়োউড়ি;
ধানকাটা বিল জুড়ে যেন
উঠলো জেগে প্রাণ।

SHARE

Leave a Reply