Home নিয়মিত দস্যি দলের দস্যিপনা -আলমগীর কবির

দস্যি দলের দস্যিপনা -আলমগীর কবির

ভোরের বেলা যায় ছুটে যায়
শাপলা ফোটা বিলে,
সুখ আনন্দ নেয় কুড়িয়ে
দস্যি সবাই মিলে।

অনেক ছেলে ঘুমে তখন
ভোর দেখে না তারা,
মেঘ নদী ফুল দূরের আকাশ
দেয় না তাদের নাড়া!

দস্যি দলের দস্যিপনার
নেই জুড়ি নেই জুড়ি,
নিজের হাতে বানায় ওরা
লাল ঘুড়ি নীল ঘুড়ি।

বিকে‌ল হলে উড়ায় ঘুড়ি
ভয় ভীতি নেই মনে,
রোজ আহত পাখির খোঁজে
ছুটে বনে বনে।

পাখি পোষার জন্য না ভাই
পাখি সেবার জন্য,
মা ও মাটির কাছে থেকে
জীবন তাদের ধন্য।

SHARE

Leave a Reply