প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। তাহলেই বেশি খুশি হবো।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই
পরিচালক ভাইয়া।
অক্টোবর ২০২১ মাসের ছড়া
“সামনে আছে নতুন দিন
নতুন দিন নতুন আশা,
চারিদিকে রোদ ঝলমল
নতুন দিন স্বপ্ন ভাসা।”