Home নিয়মিত হেমন্ত -জাহিদুল ইসলাম

হেমন্ত -জাহিদুল ইসলাম

নতুন ধানের ভেলকি দেখ
আজকে মাঠে মাঠে
সেই খুশিতে কাস্তে হাতে
চাষিরা ধান কাটে।

আলতা রাঙা আমন ধানে
ভরেছে সব বাড়ি
ধান বিকিয়ে কিনবে বাবা
মায়ের নতুন শাড়ি।

ঢেঁকিতে ধান ভানে মা
রাঁধবে পিঠা-পায়েস
মজা করে খেয়ে আমি
করবো শুধু আয়েশ।

SHARE

Leave a Reply