Home ছড়া-কবিতা আমার গাঁ পবিত্র মহন্ত জীবন আমার গাঁ পবিত্র মহন্ত জীবন October, 2021 আমার গাঁয়ের গরিব চাষি ছুটছে অবিরাম খেটে খাওয়া মানুষগুলো ঝরায় মাথার ঘাম! আমার গাঁয়ের গরিব চাষি করে ক্ষেতে কাজ শস্য ফসল ফলছে মাঠে কৃষক করে চাষ। মাঠ পেরিয়ে রাখাল বালক নিয়ে গরুর পাল মনের সুখে বাজায় বাঁশি ফুলিয়ে দুই গাল!