Home ছড়া-কবিতা কবিতা কোন সে দেশে -নুসরাত সাবিনা

কোন সে দেশে -নুসরাত সাবিনা

মায়ের হাতের মুরগি পটোল
সেই প্রিয় স্বাদ আজও অটল।
পাখ পাখালির মধুর সুর
শীতল করা হৃদয় পুর।

কোথায় মেলে বাবার হাসি
বারোমাসই ভালোবাসি।
কৃষ্ণচূড়ার উষ্ণ পরশ
জাগায় মনে স্মৃতির হরষ।

কোন পাটিতে দাদা দাদি
ঘুমিয়ে আছেন সোনা চাঁদি।
কোন মাটির যে আকুল ঘ্রাণে
আমার টানে, আমার টানে!

মন পড়ে রয় কোন্ সে দেশে?
দিনের শেষে, দিনের শেষে?
সে তো আমার বাংলাদেশে।

SHARE

Leave a Reply