এসব আমার প্রিয় দৃশ্য
হোক না যতই ছড়ানো,
দূরে নদী-যাচ্ছে নৌকা
যায় না দৃষ্টি নড়ানো।
ঘরে আছি জানালা খুলে
দিচ্ছে দোলা আওলা চুলে
বাতাস মৃদু মন্দ
ঘরের পাশে সজনে গাছে
দুপুর যেন ঘুমিয়ে আছে
তবুও দেখি ছন্দ।
লুকিয়ে আছে সবুজ পাতায়
এবং আমার লেখার খাতায়
আসছে ওরা ছুটে-
আমিই কেবল লেখার ঘরে-
খুঁজছি ওদের চরাচরে
লেখার বিষয় খুঁটে।
এসব আমার প্রিয় দৃশ্য
যায়নাতো আর সরানো
কাজ নিয়েছি ছড়া লিখে
একে ওকে পড়ানো।