আরমান হোসাইন
চরকাউনিয়া সদর, নোয়াখালী
গল্প ও কবিতা নিজ হাতে লিখে ডাকযোগে পাঠানো যাবে কি? নাকি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে?
– দুটোতেই পাঠানো যাবে।
ইহসান বিন আবদুর রহীম
কালিহাতী, টাঙ্গাইল
সাহাবীদের জীবনী বিভাগটি পুনরায় চালু করা যায় কি?
– দেখা যাক, দোয়া করো।
মাসুম বিল্লাহ
শান্তিবাগ, ভায়না, মাগুরা
বুক রিভিউ নামে একটি বিভাগ চালু করলে কিশোরকণ্ঠের পাঠকরা সুন্দর সুন্দর বই সম্পর্কে রিভিউ লিখতে পারবে এবং সুন্দর বইগুলো সম্পর্কে সকল পাঠকই জানতে পারবে।
– সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
আমি যদি কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা পুরস্কার পাই। কিন্তু একটি কারণে আমার ঢাকায় যাওয়া সম্ভব নয়। তাই সেটি কি ডাকযোগে পাঠানো যাবে। অথবা আমাদের আত্মীয়দের কাছে দেয়া যাবে কি? জানালে উপকৃত হতাম।
– তুমি যদি পাও, তখন দেখা যাবে ইনশাআল্লাহ।
ফারহান আহমেদ
স্টেডিয়াম পাড়া মাগুরা