Home কুরআন ও হাদিসের আলো কুরআনের আলো কুরআনের আলো

কুরআনের আলো

ইনশাআল্লাহ

পুরনো দিনের ঝাঁপি খুললে কত কিছুই বেরিয়ে আসে। কত রঙ, কত সুর! স্মৃতির শীতল নদী হৃদয়ের কোল ঘেঁষে ছোটো ছোটো ঢেউ তুলে বয়ে যায়। ইয়াসির আর মাইমুনাহ যেন এমনই এক নদীর দোলায় দুলছে আজ। দু’বছর আগে তারা সেন্টমার্টিন বেড়াতে গিয়েছিল। ফিরে এসে, চিরসবুজ সেই সফরের গল্প তারা লিখে রেখেছিল একটি সবুজ ডায়েরিতে। আজ হঠাৎ করে ইয়াসিরের চোখ পড়ল তার ওপর। এরপর দুই ভাই-বোন কল্পনার নাও বেয়ে ফিরে গেল সেই পাথর নুড়ি, রাঙাবালির দেশে। কথা, গল্প যেন শেষ হয়েও শেষ হয় না।
মাইমুনাহ বলল, আমরা যখন জাহাজে করে সমুদ্র পাড়ি দিচ্ছিলাম, তখন কোন্ গানটি যেন গেয়েছিলি? ইয়াসির বলল, একটু গেয়ে শোনাই তাহলে-
একটু দূরেই নীল প্রবালের দ্বীপ
একটু দূরেই লাল কাঁকড়ার ঘর-
একটুখানি পথ পেরোলেই
কেয়াবনের চর…
মাইমুনাহ্ও সুর মিলাল ইয়াসিরের সঙ্গে। ইয়াসির বলল, এই করোনাকাল শেষ হলে আমরা আবার যাব সেখানে, সেই রূপকথাময় ঝিনুকমালার গ্রামে। মাইমুনাহ্ বলল- অবশ্যই যাব, অবশ্যই!

আড়াল থেকে মা সবই শুনছিলেন। এবার তিনি সামনে এলেন। বললেন, ইনশাআল্লাহ বলো। ‘যদি আল্লাহ চান’- তাহলেই তোমরা যেতে পারবে। ভবিষ্যতের কোনো বিষয়ে কথা বলতে হলে ইনশাআল্লাহ বলতে হয়। একবার কাফিররা মহানবী (সা)-এর কাছে আসহাবে কাহ্ফ ও জুলকারনাইন সম্পর্কে জানতে চেয়েছিল। মহানবী (সা) তাদের বললেন- আগামীকাল বলব। কিন্তু পরদিন ওহি আসেনি, আসেনি তার পরের কয়েক দিনও। অবশেষে আয়াত নাজিল হলো- “কোনো বিষয়ে ইনশাআল্লাহ ছাড়া কখনোই বলো না- আমি তা আগামীকাল করব। যদি তা বলতে ভুলে যাও, (তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে) তোমার প্রতিপালককে স্মরণ করো আর বলো- আশা করি আমার প্রতিপালক আমাকে এরচেয়েও সত্যের কাছাকাছি পথে পরিচালিত করবেন।” (সূরা কাহ্ফ : ২৩-২৪)।

ইয়াসির বলল- সত্যিই তো! আল্লাহ না চাইলে মানুষ তো ভবিষ্যতের পথে হাঁটতে পারে না। ভবিষ্যৎ আসার আগে, সে নিজেই পৃথিবী থেকে অতীত হয়ে যেতে পারে। মাইমুনাহ বলল- এখন থেকে আমরা ইনশাআল্লাহ বলতে ভুল করব না- ইনশাআল্লাহ!

মা হেসে বললেন- আল্লাহ তোমাদের তাওফিক দিন।

SHARE

Leave a Reply