কৃষ্ণচূড়ার শাখে
সে যে আমায় ডাকে,
সে যে আমায় ডাকে
নদীর বাঁকে বাঁকে।
সে যে আমায় ডাকে
সবুজ ক্ষেতের মাঝে,
সে যে আমায় ডাকে
খামখেয়ালি সাজে।
সে যে আমায় ডাকে
হরেক ফুলের মেলায়,
সে যে আমায় ডাকে
প্রজাপতির খেলায়।
মায়ার আবেশরাশি
সে যে আমার সাথি,
সে যে আমায় ডাকে
তাকে ভালোবাসি।