বিরান মরু পেরিয়ে যাওয়া পথিক
আমার জন্য অল্প সময় হবে?
ধুধু পথের বালি পার হবার
গল্পগুলো শোনাও আমায় তবে।
উথাল সাগর পাড়ি দেওয়া নাবিক
তোমার কাছে আমার ছোট্ট দাবি
দেবে কি ভাই এই নবীনের হাতে
উথাল সাগর পাড়ি দেওয়ার চাবি?
পাহাড় চূড়া টপকে ওঠা জয়ী
বলো না ভাই আমায় ওসব কথা
পাথর-টিলা পেরিয়ে যাওয়ার পথে
তোমার সাহস, তোমার অভিজ্ঞতা।
বিজয় আনা যুদ্ধ ফেরত গাজী
বলবে আমায় তোমার বিজয়গাথা?
শত্রু মুখের প্রবল আক্রমণেও
কেমন করে লড়লে,বলো তা তা।
আমিও যে চাই তোমাদের মতন
বুকে এমন ধৈর্য সাহস নিয়ে
বেরিয়ে পড়ে দিক-দুনিয়ার পথে
স্বপ্নকে দেই দিগন্তে ছড়িয়ে।