Home ছড়া-কবিতা কবিতা শরৎ ঋতু মাহফুজা খাতুন

শরৎ ঋতু মাহফুজা খাতুন

শরৎ কালে নীল আকাশে
বসলো মেঘের মেলা,
সাদা মেঘেরা করছে মেতে
নানান রকম খেলা।

শরৎ কালে নদীর ধারে
মাথা দোলায় কাশবন,
কাশফুলের খেলা দেখে
ভরে যায় আমার মন।

শরৎ থাকে ভাদ্র আশ্বিন
এই দুইটি মাস,
গরু ছাগল খায় মাঠে
সবুজ কচি ঘাস।

সকাল বেলা সূর্য মামা
দেয় মিষ্টি হাসি,
বন বলে শরৎ ঋতুর
খুবই ভালোবাসি।

SHARE

Leave a Reply