সাদা সাদা মেঘ মেয়েরা
উড়ে উড়ে চলে,
বর্ষা শেষে শরৎ এলো
চুপিসারে বলে।
হাসছে দেখো কাশফুলেরা
শান্ত নদীর পাড়ে,
শিউলি বকুল শাপলা ফুটে
রূপটা ভীষণ বাড়ে।
সন্ধ্যেবেলা জোনাক জ্বলে
প্রাণটা জাগে প্রাণে,
খোকন সোনা যায় হারিয়ে
হাসনাহেনার ঘ্রাণে।
রাতের বেলা নীল আকাশে
চাঁদ তারাদের মেলা,
বাড়ির পাশে খোলা মাঠে
জোছনা করে খেলা।