বৃষ্টি হচ্ছে আর দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
প্রথম বন্ধু : দোস্ত, দেখ আকাশ আজকে ফুটো হয়ে গেছে। (সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকালো)
দ্বিতীয় বন্ধু : আরে দেখ দেখ, ঝালাই মেশিন নিয়ে চলে আসছে।
তানজীম এজাজ তন্ময়
আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নওয়াপাড়া, যশোর
দোকানদার ও এক লোকের মধ্যে কথোপকথন-
লোক : এই যে ভাই একটা ‘ওর’ স্যা লাইন দেন তো।
দোকানদার : কার স্যা লাইন ভাই?
লোক : ভাই ওরস্যালাইন ওরস্যালাইন।
দোকানদার : আরে ভাই কার স্যা লাইন একটু বুঝিয়ে বলুনতো?
লোক : আরে ভাই; পেট খারাপ হলে যে স্যালাইন খেতে হয়, সেটা।
রিংকু আহমেদ
কমলাপুর, খোকসা, কুষ্টিয়া
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : জানিস তোর বাবা গতকাল আমাকে খুব গালি দিয়েছে।
২য় বন্ধু : তাহলে তুই তো অনেক ভাগ্যবান।
১ম বন্ধু : মানে?
২য় বন্ধু : আমার বাবা এমন যে সহজে কাউকে কিছু দিতে চান না।
মিরাজ হোসেন মুরাদ
মহেশ্বরীপুর, কয়রা, খুলনা
শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষক : ‘বাহিরে বজ্রপাত হচ্ছে’ এটার ভবিষ্যৎকাল কী?
ছাত্র : একটু পর কারেন্ট চলে যাবে।
আরমান হোসাইন
চরকাউনিয়া, সদর, নোয়াখালী
আবুল এবং তার বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
বন্ধু : আবুল, তোর ছেলের নাম কী রাখবি?
আবুল : এলাকা।
বন্ধু : (অবাক হয়ে) এলাকা আবার মানুষের নাম হয় নাকি!
আবুল : আমার ছেলের নাম এলাকা রাখলে সবাই আমাকে ডাকবে এলাকার বাপ!
তাজিম উদ্দীন
চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম