Home ছড়া-কবিতা নদী -নূরুন্নাহার নীরু নদী -নূরুন্নাহার নীরু September, 2021 নদী বয়ে ছুটে যায় দূর সুদূরে, ঢেউগুলো দুলে ওঠে তানপুরা সুরে। ছোটে সে নিজ মনে পাগলপারা, বাঁক ঘুরে বাঁক নেয় দিক দিশেহারা। বর্ষায় মাতে খেলায় সঙ্গী পেয়ে, জনপদে ছুটে আসে দু’কূল বেয়ে।