কেমন করে সইবো বলো
ফিলিস্তিনের কান্না
শোকের মাতম উঠছে সদা
বইছে রক্ত বন্যা।
সাত পহরের শকুনগুলো
করছে লাশের চাষ,
এই রক্ত পথে আসবে জানি
ওদের সর্বনাশ।
ভাই হারানো শোকে কাঁদে
ছোট্ট কচি শিশু
মায়ের বুকে ব্যথার নদী
বোঝে না ঐ পশু।
সিক্ত দেহে রক্ত ছোটে
মানবতা পিষ্ট বুটে
তবু ওরা হার মানে না
হোক না যতই লাশ।
হায়েনাগুলো হেরে যাবে
উড়বে নিশান ফের
কালেমা ধ্বনি কাঁপিয়ে দেবে
সকল কাফেরের।
আজকে যারা রক্ত দিলো
সত্য পথে শহীদ হলো
ওরাই হবে সফল আর
এরা হবে দাস।