মোহাম্মদ হাসান
চরগনেষ, সোনাগাজী, ফেনী
জেলা পরিচিতি বিভাগটি পুনরায় চালু করলে ভালো হবে।
– দেখা যাবে ইনশাআল্লাহ।
নাহিদ সাইফুল্লাহ
টঙ্গী, গাজীপুর
কিশোরকণ্ঠে সফল মানুষদের সফলতার গল্প নামে একটা বিভাগ খোলা যায় কি-না বিবেচনা করে দেখবেন। যেখানে প্রতি মাসে সফল মানুষদের গল্প থাকবে আর পাঠকেরাও গল্পগুলো পড়ে উৎসাহিত হতে পারবে।
– তেমনটি তো প্রকাশ পেয়েই থাকে। একটু খেয়াল করে দেখো।
ফারুক আল ফাহাদ
সাগরিয়া, হাতিয়া, নোয়াখালী
এক মেইলে একাধিক বিভাগের জন্য লেখা পাঠানো যাবে কি?
– হ্যাঁ যাবে, তবে পৃথক ফাইল করে পাঠাতে হবে।
আবদুল্লাহ মোহাম্মদ তাহিব
চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম
কিশোরকণ্ঠের স্মরণ বিভাগে একই কবি সাহিত্যিকদের কথা বারবার উল্লেখ না করে অতীতের বিখ্যাত মুসলিম মনীষীদের সম্পর্কে আলোচনা করলে খুব ভালো হতো।
– ঠিক। কিন্তু সব কিছুরই প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ।
রোম্মান ইসলাম
কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট
আপনাদের যোগাযোগের যে ফোন নম্বর দেওয়া আছে তা ভুল। দয়া করে সঠিক নম্বরটি দিবেন।
– ওটা পত্রিকায় জায়গামতো দেওয়া হবে ইনশাআল্লাহ।