Home নিয়মিত বলতে পারো বলতে পারো

বলতে পারো

মে ২০২১ সংখ্যার সমাধান
১. মেক্সিকান পেসো ও আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডর ২. ‘গাদবা’ ৩. জাবির বিন সামুরাহ রা. ও তিরমিজি ৪. আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ৫. তারুণ্যের ও যৌবনের প্রতীক ৬. কবি আহমদ আখতার ৭. বিখ্যাত জ্যোতির্বিদ ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি ৮. মীর নেসার আলী তিতুমীর ৯. কবিদের কবি ফররুখ আহমদের ১০. মাত্র ২০ জন।

আগস্ট ২০২১ সংখ্যার প্রশ্ন
১. ই-স্কিন প্রযুক্তির উদ্ভাবক কে?
২. অনুশীলনের ফাঁকে কিংবা যাত্রাপথে সুযোগ পেলেই কোরআন পড়েন কোন ক্রিকেটার?
৩. তখন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে- নাও, আমার আমলনামা পড়ে দেখো। কোন সূরার কত আয়াত?
৪. জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৮৯ এবং শিশু আইন ২০১৩ অনুযায়ী কত বছরের কম বয়সীদের শিশু বলা হয়?
৫. কত সালে ট্রান্স-সাইরেবিয়ান রেলপথ নির্মাণের একশ বছর পূর্তি হয়?
৬. ‘যে ছোটোদের বা শিশুদের স্নেহ করে না, সে আমার উম্মত বা দলভুক্ত নয়।’ কোন গ্রন্থের হাদিস?
৭. ‘আমার সাফল্যের গোপন সূত্র হলো আমি কখনও হার মানি না।’ উক্তিটি কার?
৮. পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি?
৯. এখন পর্যন্ত সমগ্র পৃথিবীতে কত জায়গাতে আর্কিওপটেরিক্সের জীবাশ্ম পাওয়া গেছে?
১০. ১৯৪৫ সালের ২৬ জুন জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর জন্মগ্রহণকারী প্রথম মহাসচিব কে?

(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ জুলাই ২০২১ সংখ্যায়।)

মে ২০২১ সংখ্যার
সঠিক উত্তরদাতা
ময়মনসিংহ: তাহমিদ আহমেদ রিফাত, জাহিদুল ইসলাম, মোস্তাফা মাহাথির, জুবায়ের আহমেদ সিফাত, ভালুকা; ঐ।
রাজশাহী : সাইদ নাবিল, সাঈদ নাফিস, বাঘা; জায়েদ আল আহনাফ, তারেক হাসান, আতিকুল ইসলাম, শাহমখদুম; ঐ।
রাজবাড়ী: মাহফুজুর রহমান তালহা, ইমন, মহিউদ্দিন, বাশার মিয়া, নাসিম আহম্মেদ, কালুখালী; ঐ।
চট্টগ্রাম: সাদিয়া সরওয়ার, রাহাত তাহসিন, সীতাকুন্ড; আব্দুল্লাহ আল জিহান, সাতকানিয়া; মোহাম্মদ আব্দুল্লাহ, লোহাগাড়া; ঐ।
যশোর: হালিমাতুস সাদিয়া, মোছা: রাবেয়া, তরিকুল ইসলাম, রাশেদ হাসান, তাহেরা খাতুন, শার্শা; ঐ।
মানিকগঞ্জ: ইশতিয়াক আহমেদ আকিব, জাওয়াদ আল আসিফ সিঙ্গাইর; ঐ।
নোয়াখালী: মোঃ কুদরত উল্লাহ, আব্দুল ওহাব বাবুল, হাতিয়া; ঐ।
পঞ্চগড়: হারুন-অর-রশিদ, মোঃ জাহিদুল দেবীগঞ্জ; ঐ।
লক্ষ্মীপুর: নাজিম উদ্দিন জাদরান, নাইমুল ইসলাম জিহাদ, সদর; মোহাম্মদ ইব্রাহিম, কমলনগর; ঐ।
ঢাকা: মোঃ তাওফিকুর রহমান, লালবাগ; মুহতাদুর রহমান সিফাত, শান্ত বেপারী, কেরানীগঞ্জ; আব্দুল্লাহ আল নাসিফ, শ্যামপুর; ঐ।
খুলনা: মো: আব্দুল্লাহ আল রাকিব, মোহাম্মদ মোজাম্মেল হক, তানভিরুল ইসলাম তন্ময়, মোহাম্মদ রহমতউল্লাহ, মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল্লাহ আল তাহসিন, ফয়জুল্লাহ, জাহানারা পারভীন চাঁদনী; ঐ।
অন্যান্য জেলাসমূহ: আব্দুল কাদের ভূঁইয়া, মাগুরা; আশরাফুল আলম, ফুলবাড়ী; কুড়িগ্রাম; মাফুজা খাতুন, নাচোল; চাঁপাইনবাবগঞ্জ; মফিজ আরাফাত, সদর; বগুড়া; আব্দুল কাদির, সদর; সিলেট; আসাদুল্লাহ আল গালিব, মিঠাপুকুর; রংপুর; শাহাদাত হোসেন শিহাব, নলছিটি; ঝালকাঠি; হাফেজ হারুন-অর-রশিদ হিমেল, এনায়েতপুর; সিরাজগঞ্জ; শেখ শিফান আল-আবরার, কালিগঞ্জ; আব্দুস সালাম বিন নজরুল ইসলাম, আশাশুনি; সাতক্ষীরা।

মে ২০২১ সংখ্যায় পুরস্কারের জন্য মনোনীত যারা
১. তাহমিদ আহমেদ রিফাত
ভালুকা; ময়মনসিংহ
২. সাইদ নাবিল
বাঘা; রাজশাহী
৩. মাহফুজুর রহমান তালহা
কালুখালী; রাজবাড়ী
৪. সাদিয়া সরওয়ার
সীতাকুন্ড; চট্টগ্রাম
৫. মোছা: রাবেয়া
শার্শা; যশোর

SHARE

Leave a Reply