Home ছড়া-কবিতা মহামারী করোনা -শিফান আল আকবর মহামারী করোনা -শিফান আল আকবর August, 2021 করোনার ঢেউ লেগেছে বিশ্ব মাঝে ভাই, সবার মাঝে একই কথা রক্ষা বুঝি নাই। মৃত্যুর যেন চলছে মিছিল ঝরছে চোখের পানি, আর কত লাশ হবে আমরা কি তা জানি? সচেতনার মাঝে সবাই চলাফেরা করো, করোনা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি ধরো।