Home ছড়া-কবিতা এই দুনিয়া -আরিফুল ইসলাম এই দুনিয়া -আরিফুল ইসলাম August, 2021 মায়ার এই ভুবন মাঝে দুই দিনেরই বাস, ঐ দুনিয়ার জন্য তুমি কী করেছো চাষ? যা খুশি তাই করে বেড়াও ভুলে গেলে সব, সৃষ্টি করলো তোমায় যিনি তিনি তোমার রব! অসৎ কাজে লিপ্ত থাকো বাড়ছে তোমার পাপ, তবু কেন নাই গো তোমার কোনো অনুতাপ!