বাদলা বাড়ির উদলা মাঠে
খেলছে হাঁসের দল
মেঘলা আকাশ দেয় ছিটিয়ে
বরফ গলা জল।
জল গড়িয়ে যায় ছড়িয়ে
তেঁতুলিয়ার বিল
বিলের বাঁকে ছবি আঁকে
মেঘ পাহাড়ের নীল।
নিমের গায়ে হিমের ছোঁয়া
কাঁপছে যে থরথর
ভাঙছে মাটি পরিপাটি
ভাঙছে বালুচর।
কদম কেয়া রূপের খেয়া
আঁকছে সারা গাঁয়
মিষ্টি মেয়ে বৃষ্টি মণি
হাঁটছে নূপুর পায়।